তোমায় না দেখলে প্রতি দিন প্রতি খন,
হয়ে উঠে বছর সমতুল্য-
তোমায় দেখলে প্রতি মুহুত হয়ে উঠে অনন্য।
আমার অস্তিতে সুধু যে তুমি।
মেঘলা আকাশে যেমন সুর্য্য কিরন হাসে,
তেমনি তোমারি মুখ খানি যেন আমারি চোখে ভাসে।
সুর্য্যের কিরনেতে ধরনী যেমন ভাসে,
তোমায় দেখলে মনটা আমার তেমনি করে হাসে।
তোমায় দেখলেই আমার বুকে জাগে আশা,
তোমার জন্য ছিল আমার বুক ভরা ভালোবাসা।
রাতে বুক থেকে যেমন জ্যোৎস্না হারায়,
তেমনি আমার জীবন থেকে হঠাৎ তুমিও হারিয়ে গেলে
কেন তুমি এসে ছিলে সুখের পরশ নিয়ে,
কেনই বা দুঃখ দিয়ে অশ্রু ঝড়ালে।
তুমি নিষ্টুর, তুমি পাষন্ড-
তোমার মাঝে হৃদয় বলতে কিছু নেই,
নেই কোন অনুভুতি কারোও মন বুঝবার।
তাই আজ চেষ্টা করছি তোমাকে ভুলতে,
কিন্তু কি ভাবে ভুলি বল-
তুমি যে রয়েছো আমার চেতনায়,
রয়েছো হৃদয়ের গভীরের।
রক্তের প্রতিটি অনুতে অনুতে।
মিশে আছো একাকার হয়ে
আমার সমস্ত অস্তিতে সুধুই তুমি।
সেখানে যে আর কেহ নেই, আছো সুধু তুমি।
----------
রচনাকাল-০৫/০২/১৯৯১