~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মায়ার বাঁধন ছিরে ভবের বাজার ছেড়ে,
ওপারের যাত্রী হয়ে চলে যাবে জবে।

কাঁদিবে যে প্রিয়জন বুকে নিয়ে ব্যথা,
খুজিবে না আর কেহ বলবে যে যাতা।

শেষ কালে তবুও যে ফিরে নাতো হুস,
বেলা শেষে কি হবে রে হয়ে যে বেহুস।

সময় ফুরায়ে গেছে বেলা যায় ডুবে,
সহায় সম্পদ যাহা সব ফেলে যেতে হবে।

মা বাবা ভাই বোন দাঁড়া কন্যা প্রিয় জন,
কেউতো যাবে না সাথে কি হবে তখন।

ওহে খোদা দয়াময় ক্ষমা করো মোরে,
শেষ কালে পার কর বলি করো জরে।

ক্ষনিকের তরে মোরা এসেছিনু ভবে,
সব কিছু ফেলে একদিন চলে যেত হবে।

যেই দিন তুমি একা এসে ছিলে ভবে,
কেঁদে ছিলে তুমি একা হেসেছিল সবে।

ওপারের যাত্রী বেশে চলে যাবে জবে,
একাকি হাসিবে তুমি কাঁদে যেন সবে।

""""""""""""'"""'''"'"""""""""""""""
০৫/০৪/২০১৮ ইং
২২/১১/১৪২৪ বাং