যে দিন আমি চির নিদ্রায় শায়িত হব
সেই দিন তুমি আর পাবে না আমায়।
তোমার সমস্ত ভালোবাসা দিয়েও,
পারবে না আমাকে জাগাতে।
চার বেহারার পালকিতে করে আমি চলে
যাব তোমার সামনে দিয়ে।
তুমি পারবে না সে দিন কোন বাঁধনে আমায় বেধে রাখতে। নিরব দশকের মত শুধু দাঁড়িয়ে দেখবে।
হয়ত লুটিয়ে পরবে সমাধির পাশে।
======================
রচনাকাল-০৮/০৪/২০০০