রাহেনা, কত ভালমন্দ বিকীর্ণ
এ দীর্ঘ পথের বুকে,
রাত দিনের যাত্রা চলে,
চলে কত দুঃখ সুখে।
তবুও যখনি জাগবে তুমি
জাগবে তুমি অন্তরে আমার।
তখনি আমার হৃদয়ের মাঝে
অশ্রুত তোমার কন্ঠস্বর
অশ্রুর আভাস দিয়ে
অভিষিক্ত করলে অন্তর।

"""""""""""""""'''''''''''''''"""""""""""
রচনাকাল-৩০/০৪/২০০০