ভুলে থাকা দায়

আকাশে মেঘ কন্যাদের বিচরণ,
সবুজ মাঠের বুকে ফুটোন্ত ঘাস ফুল
প্রজাপতিদের আনা গোনাতে
ঘাস ফড়িং এর অভিমান দেখে
তোমার কথা মনে পরে গেল
অভিমান ভরা মুখছবি'র কথা
ভুলতে পারি নাই আমি আজও।
তোমাকে ভুলে থাকা দায়।

************************
৬/০৪/১৮