~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
তোমাকে প্রথম যেদিন দেখেছি
সেদিন থেকে কি যেন বেঁধেছি
বাসা আমার এই মর্মম কুঁড়ে।
তোমার ঐ মসৃণ মুখ যেন ভেসে আসে আমার দুষ্টু চোখে।
লজ্জায় জড়ো সড়ো হয়ে যাই যখন তোমার কথা ভাবি।
আজ হঠাৎ করে মনে পড়ল তোমায়
ভেবে দেখি তুমি বসে আছ আমার পার্শ্বে।
তোমাকে সেই প্রথম দেখায় বেসেছি ভাল, ভাল বেসে যাব আমরণ
যদি দাও তুমি একটু ভালবাসা।
তুমি নেই তাই আছে শুধু শুন্যতা।
""""""""""""""""""""""""""""""""
রচনাকাল- ১০/০১/২০০০