************************
এই ভুবনে কার যে কোথাই মৃত্যু দিবে হানা,
সেই কথাটি মানব কুলের নেইতো কারও জানা।
থাকতে সময় পরকালের কর্ম করি আয়না সবে,
মৃত্যুর পরে হিসাব নিকাশ তবেই সহজ হবে।
সময় শেষে আহাজারির নেইতো কোন দাম,
আল্লাহ নবীর পথ ধরে চল তবেই হবে কাম।
ভবের খেলা সাঙ্গ হলে আমরা সবাই যাব চলে,
আয়না চলি তাহার পথে, রাসুল যাহা বলে।
খোদার প্রিয় বান্দা যিনি নেব সবাই আজকে চিনে,
মানবো সবাই আদেশ নিষেধ বলেন যাহা সে।
কালেমা নামাজ রোজা হজ্জ আর যাকাত,
যদি করি পালন হাসরের দিন পাবিরে তুই নাজাত।
জন্ম মোদের যেমন তেমন কর্ম করি আয় ভালো,
পরকালে পাবিরে তবেই শান্তি কবরে জ্বলবে আলো।
ভালো কাজে উৎসাহ দেয় মন্দ কাজের নিষেদ,
পৃথিবীতে সকলের অস্থায়ী বাস কেন চাবিনা বুঝতে।
ইসলাম সেতো অমূল্য ধন তারে যে পেয়েছে খুজে,
দুই জাহানের বাদশা সে যে থাকবে আরস নিচে।
---------------------------
১৬ বৈশাখ ১৪২৫/ ১৩ শাবান ১৪৩৯, ২৯ এপ্রিল ২০১৮/ নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-+8801712-413891