==================
ওই দেখা যায় কবরস্থান,
ওই আমাদের ঘর;
ওই খানেতে থাকতে হবে,
সারা জীবন ভর।
ও কবর তুই চাস কি?
অর্থ সম্পদ নিস কি?
অর্থ সম্পদ আমি চাই না,
মুমিন বান্দা পাই না;
একটাও যদি পায়,
অমনি ধরে জান্নাতে পাঠাই।
===============
রচনাকাল-১০-০২-১৯৮৯