'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
নষ্ট জীবনের কষ্ট গুলো
স্মৃতি হয়ে রবে ভবে,
নষ্ট মানুষকে দেখে সমাজে
ঘৃনার দৃষ্টিতে সবে।

কিভাবে জীবন করিলে গঠন
স্বার্থক হবেরে ভবে
মৃত্যুর সময় হাসিবে তুমি যে
কাঁদিবে অবনীর সবে।

বুকের ভিতরে হাজার ব্যথা
গুমড়ে কেঁদিবে যবে,
মৃত্যুরে তুমি করিও স্বরণ
হৃদয় হালকা হবে।

নষ্ট জীবনের কষ্টের কথা
একাকী ভাবিলে নিরালে
উন্নত জীবন ফিরে পাবে তুমি
মুক্তি পাবে যে একালে।

***********************
২৭/১১/২০১৬