-------------------------------------
দেশ স্বাধীনের অনেক পরে,
মুক্তিযোদ্ধাদের নাম তালিকা করে।
তাতেও তিনি বাদ পরিলেন,
ভেবেছেন তিনি চাকুরি করেন।
সহযোদ্ধা যারা ছিলেন,
সবাই তখন নাম লেখালেন।
ইচ্ছে করেই বাদ দেয়া হয়,
গ্রুপ লিডারের নামটি সেথায়।
তাইতো তিনি মনের ক্ষভে,
তালিকায় নাম না লেখায়ে।
সেদিন যারা যুদ্ধ করে,
স্বাধীনতা আনলো কেড়ে,
তারের মধ্যে তিনিও একজন,
সুযোগ সুবিধার কি প্রয়োজন।
চাকুরি শেষে যান অবসর,
সময় কাটে ইবাদত করে।

---------------------------
২৬ মার্চ ১৯৯৮