--------------------------------------
আনন্দে সবাই আত্মহার,
দেশ জনতা দেয় পাহাড়া।
সাথে ছিল মিত্র যারা,
অভিনয়টা তাদেরি করা।

সদ্য স্বাধীন দেশটায় তখন,
শৃংখলা ফেরাতে ব্যস্ত প্রশাসন।
তাহার পরে আস্তে ধিরে,
অস্ত্র জমা দেয় সকলে।

ইহার পরে ডাক যে এলো,
যাহার যেথায় চাকুরি ছিল;
স্ব-স্ব পদে যোগ যে দিতে,
আদেশ করেন শেখ মুজিবে।

তাই সে আবার ফিরে গিলেন,
বাংলাদেশ পুলিশে যোগ সে দিলেন।
মুক্তিযোদ্ধাদের তালিকায় সে,
নাম লেখাতে গেলেন ভুলে।

চলমান-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
২৬ মার্চ ১৯৯০