-------------------------------------
এমনি করে যুদ্ধে শহীদ হয় যে তাদের ক'জন,
সুযোগ পেলেই শুনতো তারা দেশের গান আর ভজন।
দেশে ভিতর থেকেই তারা যুদ্ধ চালিয়ে যান,
খিদে পেলেই খেতেন তারা যেথায় যাহা পান।
ভয়াবহ বন্যা সেবার দেশে হয় যে সবাই জানি,
প্রবল বর্ষন ঝড় বাদলে পানি আর পানি।
ইহার পরেও অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে তারা,
গ্রাম গঞ্জ আর মহাসড়ক দেয় যে পাহারা।
অনাহারে অধাহারে থেকেও তারা লড়েন,
নারকেল বাগান, নগরবাড়ী সন্মূখ যুদ্ধ করেন।
অনেক স্থানে খান সেনাদের শক্ত অবস্থানে,
অতর্কিত আক্রমনে বিজয় ছিনিয়ে আনে।
মুক্তি বাহিনীর সকল যোদ্ধা একই সাথে করে হামলা,
চৌদ্দই ডিসেম্বর একাত্তরে পাবনা জেলা মুক্ত করে।
আনন্দতে আত্মহারা শ্লোগান তাদের জয় বাংলা,
সোলই ডিসেম্বর একাত্তরে খান সেনারা আত্মসমর্পণ করে।
চলমান-০৪
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
২৬ মার্চ ১৯৯০