~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শহর বন্দর গ্রাম আর গজ্ঞে প্রতিরোধের মনোবাঞ্ছে,
সে দিন থেকে দিল সারা হিন্দু মুসলমান।
একাত্তরের এপ্রিল মাসে চৌদ্দ তারিখে,
মুক্তিযুদ্ধে অংশ নিতে পালিয়ে গেলেন সে।
দিনের বেলায় পালিয়ে থেকে শুধু রাতে হেটে,
সাত দিন পর নিজ গ্রামে ফিরে সে আসে।
গ্রামে ফিরেই আসে পাসের তরুন যুবক যতজন,
একত্রিত করেন তাদের বোঝান সারাক্ষন।
যুদ্ধে তাহার সঙ্গি হলেন কাদের ও রহমান,
ছায়ার মতোন সাথে ছিলেন চাচাত ভাই লোকমান।
সাত নম্বর সেক্টরে ছিলেন সেক্টর কমান্ডার,
কাজী নূরুজ্জামানের নেতৃত্বে তারা যুদ্ধ চালিয়ে যান।
পনেরো বিশে মিলেমিশে তৈরী করেন গ্রুপ,
কমান্ডারের দায়ীত্বটা সবাই দেন যে তাহার উপর।
ডাক পরিত যখন যেথায় যতেন ছুটে ওরা,
অংশ নিতে সম্মুখ যুদ্ধে পিছপা হননি তারা।
চলমান-০৩
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
২৬ মার্চ ১৯৯০
(একজন অস্বীকৃত মুক্তযোদ্ধার কাহিনী অবলম্বনে রচিত এই গদ্য কবিতাটি) ব্যস্ততার জন্য তারাহুরো করে পোষ্ট দিয়ায় ভুলক্রটি থাকতে পারে পরে সম্পাদন করব।