~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এমন একজন মানুষের কথা বলছি আমি শোন,
সহজ সরল লোক ছিল সে অহংকার নাই কোন।
জন্ম যে তার ভাটীকয়া ইউপি রানীনগর,
পাবনা জেলার থানা যে ছিল সুজানগর।
আব্দুল আউয়াল (সাত্তার শেখ) নাম ছিল তার বয়স যখন ষোল,
পাকিস্তানি পুলিশ বাহিনীতে যোগ সে তখন দেন।
সালটা ছিল ছিশট্রি সাল পুলিশ ট্রেনিং শেষে,
বদলী যে তার দেয় বগুড়ায় যান সেখানে চলে।
এক এক করে তিনটি বছর কাটান তিনি সেথায়,
সত্তরের নির্বাচনেও ডিউটি তিনি পালন করেন।
স্বাক্ষী তিনি উনসত্তুরের গণ উভূৎত্থানের,
মুজিব ভক্ত ছিলেন তিনি শক্ত মনোবলের।
সাতই মার্চের রেসকোর্সের সেই জন সমূদ্রে,
স্বাধীনতার ডাক যে এলো শেখ মুজিবের।
ইহার পরেই বাংলা মায়ের লক্ষ ছেলে মেয়ে,
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন জীবন তুচ্ছ করে।
চলমান-০২
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
২৬ মার্চ ১৯৯০
( একজন অস্বীকৃত মুক্তযোদ্ধার কাহিনী অবলম্বনে রচিত এই গদ্য কবিতা টি) ব্যস্ততার জন্য তারাহুরো করে পোষ্ট দিয়ায় ভুলক্রটি থাকতে পারে পরে সম্পাদন করব।