ঘুমিয়ে কেন ওরে উঠ জেগে উঠ-
তরুন যুবার দল,
প্রগতির মশাল জ্বলিয়ে ধরে ওরে
সম্মুখে এগিয়ে যাবি চল।
উষার কোনে দেখ বাদল নামিছে
সাজিয়াছে রণ সাজ্জ,
এগিয়ে যেতে হবেই সকলেরে
পিছনে ফেলে শত কাজ।
নতুনের তরে আহ্বান করে যে
ডাকিতেছে বারং বার,
ঘর ছেড়ে এবার বেরিয়ে পর সবে
ভাঙ্গিয়া জড়তা বিজয় আনিতে হবে।
উর্ধ্ব গগনে বিজয় নিশান
উড়িয়ে চলনা সামনে,
নতুনের তরে জয় গান গেরে
অভিন্ন ঐক্য তানে।
ঘুম ছাড়াতে, জড়তা ছাড়াতে
জাতিরে দেখাবি পথ,
যুগে যুগে কতযে বীর সেনানী
চালিয়েছে বিজয় রথ।
জ্ঞান গরিমার আলোক বিলাতে
পাখা মেল অবনীর পানে,
আমাদের ইতিহাস কতই না করুন
ধরনির ক'জনাই তা জানে।
আগামীর প্রজন্মের স্থান করিতে
জ্ঞান পিপাসুর মনে,
মৃত্যুরে সবে তুচ্ছ ভেবে উঠ-
জেগে উঠো জাগার আহবানে।
জ্ঞান বিজ্ঞানে তোল ভরে তোল-
নিজেদের মনে প্রাণে,
এ জাতি যেন বারং বার ওরে-
বিজয় ছিনিয়ে আনে।
#########
২৭ জুন ২০১৮
১৩ আষাঢ় ১৪২৫ ব