^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
নারীর কারনে হয় কেহ মহান
হয় অনেকে ফকির,
প্রেমের জালেতে আটকাতে তারা
করে সে ফন্দি ফিকির।
মাতা ও ভগ্নি তাহারাও নারী যেন
নারীই যে প্রিয়তম,
অর্ধেক করে গড়ায়েছেন প্রভু
দাবী পুরুষের সম।
ধরনীর বুকে যা কিছু সৃষ্টি,
যাহা কিছু আম্লান,
অর্ধেক করেছে পুরুষ জানিবে
আর অর্ধেক নারীর দান।
নারীর প্রেমেতে বহু মহা মানব
হারায়েছে পথের দিশা,
নারীর কারনেই সৃষ্টি যে ধরনীর
পায় জন্ম মৃত্যুর ঘ্রার্ন।
আষ্টে পিষ্টে জড়ায়ে পুরুষেরে
সাহস যুগিয়েছে নারী,
জন্ম দিয়েছেন কত যে জ্ঞানী গুনি
আরও যে কত সন্মানী।
নারীরা কাঁন্দে যে বিয়ের আগেই
পুরুষেরা কাঁদেন পড়ে,
নারীর পেঁচে পড়িলে পুরুষেরা
তাহাদের বারোটা বাজে।
"""""""""""''""""""""""""""""""""
৩ সেপ্টেম্বর ২০১৬/ ১৯ ভাদ্র ১৪২৩
১ জিলহজ্ব ১৪৩৮ শনিবার
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-01712-413891