মুনাফেক
-এস এম আলতাফ হোসাইন সুমন
মুখে বলেন এক কথা
কাজ করে অন্য,
স্বার্থটা দেখে যে তারা,
শুধু নিজের জন্য।
সত্য মিথ্যার মাঝে তারা
করে নাতো ভেদা ভেদ,
অন্যের ক্ষতি করাই
তাহাদের খেদ।
কার কখন কিভাবে যে-
ক্ষতি করা যাবে,
সে সবের কলা কৌশল
তাদের কাছে পাবে।
মোনাফেকি যত চিহ্ন
ওদের মাঝে পাবে,
ভালো মন্দ হালাল হারাম
তারা নাহি বোঝে।
দেশ সমাজের শৃঙ্খলা
নষ্টের গোড়ে
যত তত পরিকল্পনা
তাঁহারাই করে।
তোষামোদী করে তারা
প্রয়োজন মত,
তেলে মাথায় তেল দিবে
যার লাগে যত।
এ সমাজের সব খানেই
বিচরণ ওদের,
প্রতারণা করে চলাই যেন
ধর্ম যে তাদের।
----------------------------
২২ এপ্রিল ২০১৮ খ্রিঃ
৯ বৈশাখ ১৪২৫
রবিবার, নিজ বাস ভবন
sumonnewsbd@gmail.com
মোবা-০১৭১২-৪১৩৮৯১