ভুলে যে গেছো তুমি
ভুলিনিতো আজও আমি।
তুমি আজ নেই পাশে
মন মোর আজও কাঁদে হায়।
অহনা আজ তুমি কার?
জানি তুমি আসবে না,
ফিরেতো আবার।
সে দিনের সব কথা,
ভুলে গিয়ে দিলে ব্যথা;
হৃদয়ে আমার।
তোমার সব স্মৃতি গুলি
কি ভাবিবে আমি ভুলি
বলে দাও আজ তুমি
কি ভাবে বাঁচিব আমি।
মন আর চহেনাতো
বেঁচে থাকিবার ।
একাকি থাকিলে আমি
স্মৃতি হয়ে আসো তুমি।
হয়ে আনমনা করি কল্পনা
কোন অপরাধে মন আজ কাঁদে।
ভুল কি তোর ভালবাসা
ভুল কি মোর কাছে আসা
বলে যাও ফিরে এসে
শুধু একবার।
*************************
রচনাকাল-১২/০৬/২০০১