------------------------------------
যার মাঝে থাকবেনা কোন অহংকার
পারেনা আঘাত করতে সে মানবতার,
সৃষ্টিতে দয়াবান ধরনিতে যেই জন,
ক্রোধ, ক্ষোভ আক্রোশ বশে রাখেন যে।
কমলতা, সরলতা, একাগ্রতা,  বিশ্বত
নিজ রিপু যার কাছে হয় পরাজিত,
ক্রোধ, রাগ নেই যার, পুজ্য যে সবার,
গা ভাসিয়ে চলে যে শব্দের স্রোতে সে।
সৃষ্টির ভাবনাতে নির্মগ্ন সদা থাকে,
কোন বাধা মানে না কোন কথা শোনেনা,
করিতে সুন্দর ধরনী মনে তার জেদ
লেখা তার রচনাতে সবকিছু সমান থাকে।
করে নাতো দন্দ ভালো আর মন্দে,
সত্যপথে সদা চলা, সত্যকে বুকে ধরা,
সত্যটাই তুলে ধরতে সদা থাকে অন্ধ
সমাজে সেই মহামানব ধরনার বন্ধু।
----------------------------
১৬ মে ২০১৮/ ২ জ্যৈষ্ঠ ১৪২৫
২৯ শাবান ১৪৩৯,  বৃহস্পতিবার
নিজ বাসভবন
মোবা-০১৭১২-৪১৩৮৯১