চিরকাল ধরাধামে কেহ নাহি রবে,
ওপারের সন্চয় কিছু কর তবে।
নশ্বর পৃথিবীতে কে তোমার তুমি কার;
নিজের নয়তো কিছুই, সকলি হবে পর।


সময় থাকিত কর সে দিনের সন্চয়,
তা না হলে ধরা পরে যাবে তুমি হায়।
মনের খাবার যাহা কর পরিহার,
আত্মকে দাও তুমি অমিতও খাবার।

ন্যায় নীতি, ভাল কাজ যা আছে ভবে,
কর যদি তুমি তা সবি পরে রবে।
জগতের মায়াজালে আর কত দিন,
কবে যে, ভাঙ্গবে হায় তোমারি নিন।

ধরনীতে ভাল কাজ কর যদি সবে
প্রতিদান পরকালে পাবে তুমি তবে।
ক্ষনিকের ভালবাসা, ভাললাগা যা
সে দিনের কোন কাজে আসিবেনা তাহা।

যদি তুমি পেতে চাও মুক্তিরও সাদ
তবে তুমি করে যাও সৃষ্টির এবাদত।
সৃষ্টার, সৃষ্টিরে যদি কর সেবা,
সৃষ্টার করুনা তো পাবে তুমি সদা।

মৃত্যুর ভয় যদি থাকে সদা মনে
সব ছেড়ে চলে যাও নিরিবিলি বনে।
কর্মের ভাগ তোর নেবে নাতো ভবে,
পাপ কাজ কেন তুমি করে যাবে তবে।

=====================
রচনাকাল : ৪ মাঘ ১৪২৪ বাং
                      ১৭ জানুয়ারি ২০১৮ ইং