~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আয় না প্রিয়া আরো কাছে
বস না এসে আমার পাশে
এমনি ক্ষন মোদের মাঝে
আর যদি না ফিরে আসে।
মুখ লুকিয়ে বুকের মাঝে
করবো সুধা পান।
এমনি ভাবে দিন কাটাবো
যায় যদি যাক মান।
আয় না সখী যাস না ওরে
কাছে কি আর পাবো তোরে,
আমার বুকের ঝড়াবো ঘাম
তোমার বুকের মাঝে।
জড়িয়ে ধরে রাত কাঁটাবো
হাজার বছর সাথে রবো
নিন্দুকেরা নিন্দা করুক
কিছুই যায় না আসে।
উষ্ণতাতে গা ভেজাবো
ঠোঁট লুকোবো ঠোঁটে,
তোর ছোয়াতে সুখ লুটিবো
একটু আরো সময় যদি জোটে।
আয় না সখী আরোও কাছে
একটু ছুঁয়ে দেখি
পরানটাকে রাখবো বেঁধে
তোর পরানে রাখী।
থাকনা সখী আরোও সময়
আমার বুকের মাঝে,
চোখ জুরাবো দেখে তোরে
সময় যাওয়ার আগে।
"""""""""""""""""""""""""""""""""
রচনাকাল-১৫/০২/২০১৫
রাত-১১ টা,