~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা থাকলে বাড়ে যে মান
টাকা আনে মানির সম্মান
টাকাই করে আপনকে পর
টাকাই আবার আনে যে বর।

যতো কথা যতো  ব্যথা
টাকা নাকি জন্ম দাতা,
টাকাই সবার ভাগ্যো গড়ে
টাকা নাকি দ্বিতীয় খোদা।

পরকে আপন করতে পারে
আপনকে পর টাকাই করে।
টাকার শোকে মানুষ মরে
মানুষকে বড় টাকাই করে।

হাজার দোষের হয় যে ক্ষমা
টাকা নাকি সবার বড়  মামা,
টাকার কাছে সকলেই নাচে
সুখি জীবন টাকাই দেয় যে।

প্রেম প্রীতি ভালো বাসা
টাকা থাকলে বাঁধে বাসা।
টাকা হাঁসায় টাকা কাঁদায়
ঝগড়া ঝাটি টাকাই বাধায়।

টাকা আছে যাহার কাছে
দুনিয়াটা তার কথায় নাচে।
জীবনকে দান টাকায় করে
টাকায় আবার জীবন মারে।

টাকায় যে জন ঢাকা আছে
অপরের সেকি দুঃখ বোঝে,
তাদের নিকট টাকাই তো মা
টাকা তাদের জন্মদাতা।

*************************
রচনাকাল-১৯/০৩/২০০১