মানবতা
এস এম আলতাফ হোসাইন সুমন
জগত জোড়া মানুষ আছে-
মানবতা কই,
বুকের মাঝে ব্যথার পাহাড়-
কোন দেশেতে কাদের কাছে আজকে তাহা কই।
মানুষ হেথায়, মানুষ ওথায়- মানুষ জগৎ ময়-
সবার উপর মানুষ সত্য, কোথায় গেলে পাই।
হেথায় মানুষ ওথায় মানুষ, মানুষ মিয়ানমারে,
তবে কেন ওরা আজ মারছে মানুষ, চতুর দিকে ঘিরে।
ফসল পুড়ে নদীর ধারে, মানুষ পোরায় খাদে-
ঘর বাড়ী আর ভাগ্য পোড়ায়-
হাত তুলে তাই কাঁদে।
আসছে দেখো দলে দলে জন্ত্রু জানোয়ার,
মারছে যাদের তারাই বুঝি হিংস্র প্রাণী, হায়েনাদের দল।
শান্তি প্রিয় মানুষ যারা-
মরছে দেখ আজকে তারা।
কেনইবা আজ পুড়ছে ওদের আবাস বাড়ী ঘর-
কোথায় ওভাই মানবতা,কোথায় ওদের স্বাধীনতা
কোথায় ওদের আবাস ভুমি, কোথায় বাড়ী ঘর।
খাবে কি? আর থাকবে কোথায়- বিশ্ব বিবেক বল
ভুলেই গেছে হয়তো ওরা একতাতেই বল।