--------------------------------------
মানুষ তুমি মানুষ আমি
মানুষ জগৎ ময়,
মানুষ হয়ে মানুষেরে
কষ্ট কেন দেয়?
মানুষ হয়ে মানুষকে আজ
মারছে কেমন করে,
জ্ঞান গরিমায় শ্রেষ্ট মানুষ
হয় সে কেমন করে?
মানুষ হয়ে মানুষের দুঃখ
সইছে কেমন করে,
মানুষ হয়ে মানুষকে হায়
হত্যা কেন করে?
এই জগতে মানুষই সব
অন্য প্রাণী নয়,
সবার উপর মানুষ সত্য
কেমন করে হয়?
মানুষ তুমি মানুষ আমি
মানুষ জগৎ ময়,
মরার আগেই মরছে মানুষ
বর্তমানে হায়।

""""""""""""""""""""""""""""""""""
রচনাকাল- ২৮ মার্চ ২০১৮
             ১৪ চৈত্র ১৪২৪