************************
বন বনানীর বৃক্ষরাজি
আরও সৃষ্টির সকল জীব,
মানছে হুকুম একজনার।
তুমি কে ভাই আমি কে আর
তাহার হুকুম না মানার।
হায়াত মওত রিজিক দৌলত
হাতে রেখেই দিলেন সব,
আদমকে করে সৃষ্টির সেরা
আশরাফুল সে মখলুকাত।
দুনিয়া দারির মায়ার জালে
জড়িয়ে মৃত্যূকে গেলে ভুলে,
দীনের কাজে গাফেল হলে
জীবনকে করলে দুঃখময়।
ভালো মন্দ ন্যায় অন্যায়
তোমার হতে দিয়েই তিনি
দেখছেন খেলা সে নিরালায়।
--------------------------
৩ মে ২০১৮/ ২০ বৈশাখ ১৪২৫
১৬ শাবান ১৪৩৯' বৃহস্পতিবার
নিজ বাসভবন
E-mail:- sumonnewsbd@gmail.com
Call-01712-413891