----------------------------------
সু-স্বাগত হে মাহে রমজান
তুমি এলে মুসলিম উম্মার দাড়ে,
শুভেচ্ছা ও ছালাম হাজারো
তোমাকে জানাই বারে বারে।

চন্দ্র মাসের প্রথম থেকে যে
যাত্রা যে তোমার হয়েছে শুরু
মানব মুক্তির বার্তা নিয়ে যে
তাই ফিরে আসো বারে বারে।

সিয়াম সাধনায় ব্রত মুমিনগন
প্রভুকে খুশির তরে,
যাবার বেলায় দিয়ে যাও তুমি
ঈদের আনন্দ সকলের ঘরে ঘরে।

২০/০৫/১৮