বলছে মা যে সকাল সাঁঝে, শোনরে খোকা ওরে-
আয় না হেথা বইয়ের কথা শোনাব আজ তোরে।
বলছি মাগো পড়ব নাকো, খেলতে আমি যায়-
সন্ধ্যা হলেই আসব ঘরে পড়ব তখন টায়।
বলল মা যে ওরে খোকা আমার কথা শোন-
আগে পাঠে দিতেই হবে আজকে যে তোর মন।
বলছি মাগো এইতো যাব আসব আবার ফিরে-
আমায় কেন সব সময় মা রাখছো তুমি ঘিরে।
বলল মা যে যাসনে ওরে বন বাধারের ধারে-
সেথায় আছে হিংস্র পশু মন কি না তোর ডরে।
বলছি মাগো ভয় কেন তোর, বাইরে যদি যায়-
যেথায় থাকি ফিরে এসে মা তোর হাতেই তো খায়।
বলল খোকা নয়ন মনি একটু খানি শোন-
বাড়ীর পাশেই আছে বাবা অনেক বড় বন।
বলছি মাগো একা নাতো আমরা অনেক জন-
খেলা শেষেই আসব ফিরে করছি আমি পণ।