"""''''''''''"""""""""""""""""""""""""""
বজ্ররাঘাতে মরছে ওরা
থামছে নাতো তবু
মাদক দ্রব্যের চালান এনে
দেশ ধংসে করছে বাবু।
ওপার থেকে আসছে মাদক
মদ গাঁজা ভাং আফিং
ডাল আর বাবার করাল থাবায়
যুবক তরুন গাভীন।
বেকার জীবন অধিশাপের
ভাবছে যুবক সমাজ,
হা হুতাসে ভুগছে সবাই, তবু
করছে না কয়েম নামাজ।
বেকারত্বের অধিশাপেই
করছে মাদক সেবন,
কাজ, কর্মে ডুকিয়ে দিললেই
বদলে যাবে জীবন।
মাদক ব্যবসায়ী রাষ্ট্রদ্রোহি
দিয়ে ঘোষনা সরকার,
দেশের ভিতর আগুন দিয়ে
করছে তাদের ছারখার।
**********************
২৪ মে ২০১৮, বৃহস্পতিবার দুপুর ৩টা, নিজ বাসভবন