-----------------------------------
মাদক নিয়ে মাতা মাতি
চলছে সারা দেশে,
বন্ধ করতে মাদকগ্রাসন
যুদ্ধে হবে যেতে।
বহন আরও সেবনকারীর
যাচ্ছে যে ভাই প্রাণ,
চিরকালি রাঘব বোয়াল
পিছন দিয়ে যান।
মাদক দ্রবের বিরুদ্ধে আজ
চলছে অভিযান,
বন্ধ বুঝি হবেই এবার
মাদকের আগ্রাসন।
অহরহই শাস্তি যে পায়
চুনো পুটির দল,
এবার ওরে রাঘব বোয়াল
বাঁচবি কেমনে বল।
৩১/০৫/২০১৮