পশ্চিমে চলে হাওয়া বেজে শন শন,
বহিছে কাবার দিকে ফেলে নদী বন।
সালাম ও দরুদ মোর সাথে নিয়ে যাও,
ঘুমিয়েছে যেখানে নবী পৌছায়ে দাও।
ক্ষমতা যে নেই মোর জিয়ারতে কাবা,
এ জীবনে হবে নাতো মদিনাতে যাওয়া।
সাধ ছিল আরবেতে করিব গমন,
হঠাৎ দেখিব হইতো মোর এসেছে সমন।
মোর যত আশা ছিল, ছিল ভালোবাসা,
সাথে নিয়ে যাওনা হে শোন বলি হাওয়া।
মা ফাতেমা, আলীসহ চার খলিফা,
যেখানে ঘুমিয়ে আছে সেই খানে যায়।
সামাল ও দরদ মোর জানাবে তাদের,
এ অভাগ্যার মন কেন শুধু যে কাঁদে।
অনুরোধ করে বলি শোন হে হাওয়া
হবেনা হইতো মোর কোন দিন যাওয়া।
রচনা:-
১৪/০৯/২০২০
হাতীবান্ধা, লালমনিরহাট।
:::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
"Listen, O wind"
S M Altaf Hossain Sumon
The wind blows to the west,
The river is flowing towards the Kaaba.
Take Salam and Darud with me,
Let the prophet reach where he slept.
There is no power in my pilgrimage to the Kaaba,
Nato will go to Medina in this life.
Sadh was going to go to Arabia,
Suddenly I saw that the summons had come.
As much as I hoped, there was love,
Don't take it with you.
Mother Fatema, four caliphs including Ali,
Goes to where he is sleeping.
I will show them compassion and sympathy,
Why does the mind of this unfortunate person just cry.
Please listen, O wind
I shouldn't have gone any day.
Composition: -
14/09/2020
Hatibandha, Lalmonirhat.