আমার জীবন ব্যথা ভরা,
বলে সব দাও সুখ ধরা;
তোমাতে জীবন মোরা গড়ি।
আস অমৃতের ছোঁয়া প্রানে,
আকাশ পাতাল সুখ গগনে;
স্বপনে বিভোর মন ভরি।
সকলি কি বৃথা তর কর্ম,
কাজ করে যাওয়া টাই
হোক সব জীবনের লক্ষ্য
কর্ম আজ হোক সবার ধর্ম।

অর্থের আকাশ ছুঁতে চায়,
বলে পেলাম না কেন হায়।
এ জীবন শুধু কি এ জন্য?
কর কর্ম হও কাজে ধন্য।

========১০/০২/১৯৮৯=======
~~~~~~~~~~~~~~~~~~~--------~~~~~~

কবিতা-২৯

   "ওই আমাদের ঘর"

এস এম আলতাফ হোসাইন সুমন
=======১০/০২/১৯৮৯========

ওই দেখা যায় কবরস্থান
ওই আমাদের ঘর,
ওই খানেতে থাকতে হবে
সারা জীবন ভর
ও কবর তুই চাস কি?
অর্থ সম্পদ নিস কি?
অর্থ সম্পদ আমি চাই না,
মুমিন বান্দা আমি পাই না
একটাও যদি পায়
অমনি ধরে জান্নাতে পাঠাই।