স্বাধীনতা তুমি একটি জাতির
হাজার বছরের স্বপ্ন।
স্বাধীনতা তুমি জাতীয় প্রতিক,
বেঁচে থাকার অধিকার।
স্বাধীনতা তুমি প্রভাতের রবি,
গোধূলীর লাল সূর্য্য।
স্বাধীনতা তুমি মায়ের হাসি,
বাবার স্নেহের পরশ।
স্বাধীনতা তুমি কবির কবিতা,
লেখকের উপন্যাস, অথবা গল্প।
স্বাধীবতা তুমি প্রতিবাদী কণ্ঠ,
চিনিয়ে নেয়া অধিকার।
তোমায় আনতে একটি জাতির,
চলে যে বুক ফাটা হাহাকার।
স্বাধীনতা তুমি কার?
কোন শ্রেণির' মানুষের জন্য
তোমায় পেয়ে যুগে যুগে বহু জাতীর
জীবন হয়েছে ধন্য।

""""""""""""""""""""""""""""""""""
রচনাকাল-২৬ মার্চ ২০১৮
             ১২ চৈত্র ১৪২৪