চিঠি
     -এস এম আলতাফ হোসাইন সুমন

চুলে তোমার পাঁক ধরেছে
                       এটাই প্রথম চিঠি,
চামড়া তোমার ডিল হলেই
                     যেন আসলো দ্বিতীয়টি।
দাঁত গুলো যে সব পড়েছে
                      হয় না তবু হুশ,
ওপারের ডাক পড়লো বুঝি
                       তবুও তুমি বেহুশ।
রঙ্গিন ফানুস ছেড়ে যে দিন
                        চলে যেতে হবে,
সহায় সম্পদ আপন জনরা
                        সবাই পরে রবে।
ভবের লিলা সাঙ্গ হলে
                        করবি সেদিন কি,
থাকতে সময় কররে কামাই
                        বিচার কালের ফি।
বিচার কালে কেউ রবে না
                       তোমার আসে পাশে,
যাদের জন্য রয়েছো তুমি
                         ব্যস্ত শত কাজে।

""""""""""""""""""""""""""""""""""
২০ এপ্রিল ২০১৮ খ্রিঃ
০৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ