মাগো তোমার বুকের মাঝে,
জলছে কিসের আগুন।
স্বাধীন হয়ে কাঠিয়ে দিলাম,
বায়ান্নটি ফাগুন।
কি তোর জ্বালায় কোন সে ব্যাথায়,
উঠলি মা তুই জ্বলে-
ভয় কি মা তোর ষোলো কোটি,
সন্তান যে তোর কোলে।
রক্তে আগুন লাগলে মাগো,
জ্বালিয়ে দিব সব।
জানিস তো মা মোদের সহায়-
একমাত্র রব।
In any pain,
Mago in your chest,
What fire is burning?
I set free,
Fifty-two Fagun.
What hurts you,
Get up mom you burn
What fear is your mother sixteen crores,
The child is in your arms.
If the blood is on fire,
I will burn everything.
You know, mother helps me-
The Lord is the only one.