~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
চল্ যাব আয় লাল সবুজের দেশে
ছুটবো সবাই দল বেধে আজ
গ্রামের  মেঠো পথে।

তরুন কিশোর সকলেই আজ
খুশির দোলায় দোল খেয়ে যে,
উঠবো সবাই আনন্দেতে মেতে।

গ্রামের মেঠো পথের ধারে,
পৌষ সংক্রান্তির এই প্রভাতে;
মিষ্টি মধুর রোদ পোহাতে,
ছুটবো যে এক সাথে।

আমন ধানের পাকা ক্ষেতের
শিশির ভেজা ভোর বেলাতে
যায় যে শুধু মনটা আমার ছুটে।

মরা নদীর ওই না ঘাটে
একলা বসে সকাল সাজে
ভাবনাতে আজ যাবই শুধু মজে
শীতল হাওয়া বইছে কেমন প্রাতে।

রোজ সকালে লগ্ন পায়ে,
ঘাসের উপর কোন রমনী হাটে?
তাই না দেখে মনের মাঝে-
নানান ছবি আঁকে।

পথের ধারের বাবলা বনে
যায় কিশোরী গুন গুনিয়ে,
নিত্য সকাল সাজে
চোখ ইশারায় শুধু আমায়
কেনই বা সে ডাকে!

চল্ যাব আয় লাল সবুজের দেশে
ছুটবো মোরা দল বেধে আজ
গ্রামের মেঠো পথে।

:::::::::::::::::১১/০৩/১৮:::::::::::::::