====== ১১/০২/১৯৮৯ ======
কিশোর কালেই যাত্রা শুরু,
সু-পথে জীবন সাজাবার;
বিচলিত হয়ে যত বার,
পালাবে তবুও রবে কূরু।
হয়তো জাগিবে এ ভাবনা,
কিসের জীবন? কিছুই না।
সু-কর্মে সচেষ্ট হও আজ,
কিছু দিন পরে সুখ পাবে।
আজকে কর তুমি কাজ,
এটাই হবে ভবিষ্যতের সাজ।
কাজে করিও না কভূ লাজ,
দুঃখ তোমার ঘুচে যাবেই;
সুখ যে দিবে ধরা তোমায়,
আগামী দিন গুলোতে।
তখনি তুমি দেখিবে জীবন,
সাজিয়াছে রংঙ্গীন সাজ।
======= ১১/০২/১৯৮৯ ======
রচনাকাল- ১১ ফেব্রুয়ারী ১৯৮৯ ইং
ভাটীকয়া, পাবনা