কি ভুল করেছি আমি ওগো দয়াময়,
কোন দোষে করলে তুমি মোরে অসহায়;
পাপী তাপী, গোনাহগার আমি যে তোমার,
সৃষ্টির সেরা জীবের শুধু তুমিই তো সহায়।
কারে হাসাও কারে কাঁদাও সবি তোর লীলা,
আমি শুধু দেখে যে তা ভাবি একেলা;
অবনীর মাঝে দেখি সবই তোমার খেলা,
জেগে দেখি শেষ প্রায় হয়ে গেছে বেলা।
দিবা নিশি খেটে যায় নেই কোন সুখ,
সারাটা জীবন ধরে পেল শুধু দুখ ;
হাসি খুশি দেখিনা তো সদা মূহমান,
দয়ার সাগর জানি তুমি যে মহান।
এ ভূবনে দিলে যাদের অঢেল সম্পদ,
ভুল করেও দেখে না সে অন্যেরও বিপদ।
পরের সঞ্চিত ধনে যারা হয়ে ধনবান,
মানুষ কি হতে পারে পশুরও সমান।
না মেনে আদেশ তোমার ভুল পথে চলে,
পাপে পাপে আজ মোর মন গেছে মরে।
সৃষ্টির সেরা করে যারে পাঠালে ভবে,
ভুল ক্রটি যাহা কিছু ক্ষমা কর তবে।
=====================
রচনাকাল- ১৩ জুন ২০১৭
৯ আষাঢ় ১৪২৪