-------------------------------------
স্বার্থের টানে প্রিয় জন সবে
যায় যে দুরে সরে,
জন্ম দাতা মাতা পিতাগনও,
পর হয় কোন সুখে।

অল্প সময়ের জন্যে এসেছি
আমরা সকলেই ভবে,
একে অপরকে পর করে দেই
লোভ লালসার পরে।

এক আল্লাহ'র করি ইবাদত
একই স্থানে বসবাস,
এক সাথে চলি এক সাথে খেলি
একই বাতাসে নেই শ্বাস।

জন্মের পরে শিশু কালে যারা
আগলে রাখিত মোরে,
বয়স কালেই স্বার্থরক্ষাতে তারা
যায় সকলে ছেড়ে।

ভাই বড় ধন রক্তের বাঁধন
ছিন কভু যদি হয়,
নারীর প্রেমেই আপন জনেরা
জানিও পর হয়ে যায়।

ধন সম্পদ জমিও জিরাত
মর্ত্ত লোকেরই নেশা,
নারীর লোভেতে পরে মানুষ
হারায় পথের দিশা।

ভুলে যায় সবে মৃত্যু যে হবে
হায়াত ফুরানোর পড়,
সব কিছু ভুলে মানুষ কেন যে
ভেঙ্গে দেয় অন্যের ঘর।

মানুষ হয়ে মানুষের যদি কোন
না করো উপকার,
বৃথায় জন্ম  তোমার জানিবে
এই ধরনীর পর।

--------------------------
৮ জুন ২০১৮ খ্রিঃ, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৫ ববঙ্গাব্দ,  ২২ রমজান ১৪৩৯ হিজরী
শুক্রবার।  নিজ বাস ভবন।