তোমার জন্য কান্দেরে মন, সইতে নাহি পারি,
তুই যে আমার প্রিয়তম, তুমিইতো সেই নারী।
তোমার তরে সৃষ্টি জগত, তুমিই হেথায় মাথা,
পরকালে সকলেই পর, ভাই ভগিনী ভাতা।
মায়ার জালে জড়িয়ে আছি, সবাই ইহকালে
ভালো মন্দের দন্দ হেথা, আজও তবু চলে।
সত্য ন্যায়ের পথ হারিয়ে, আজকে মানব কুল,
যে পথে আজ চলছি মোরা, সবটুকু যে ভুল।
প্রিয়তম তোমার তরে করতে পারে সবি,
জগত থেকে যাচ্ছে মুছে মানব কুলের ছবি।
ভাল মন্দ ন্যায় অন্যায়ের নেই যে ভেদাভেদ
সত্য ন্যায়ের দিন হারিয়ে তবুও নেই খেদ।
০১/০৫/২১
নিজবাস ভবন