কালো বলে করিস নাকো
ওদের অবহেলা,
ভুলিস কেন ওরাই ভাসায়
স্বর্গ সুখের ভেলা।
রাত্রি কালো তাই সকলে করে
দিনের আলো প্রত্যাশা,
কালো মানিক পাবার তরে সবে
করে বেজায় আশা।
পুষ্টি ভরা ছোট যে ফল
নাম তার কালো জাম,
কালো যদি না থাকেরে
সাদার নেইতো কোন দাম।
নদী জল ভাই কালো ভালো
জাতের মেয়েও কালো ভালো,
কেশ কালো তাই লাগে ভালো
কালো মেঘের বারিও ভালো।
কালি কালো তাইতো লিখে
প্রকাশ পায় মনের ভাব,
কালো কিছু দেখলে বলি
ওরে বাপরে বাপ।
কালোর মাঝেই লুকিয়ে থাকা
ধাতব হয় যে মহা মূল্য বান।
কোকিল কালো গায় সে মধুর
মিষ্টি লাগে তার গান।
কালো মানিক সব চেয়ে দামি
আধার কালো কবর খানি।
কালো যাহা তাহার কি আর
জগতে মাঝে নেই কি কোন দাম।
১৬/০৬/২০১৮