ঝড়

এস এম আলতাফ হোসাইন সুমন

বৈশাখ আর জ্যোষ্টে
আকাশের মেঘ যে
গুড় গুড় ডাক দেয়
বিজলীর চমকে।

পূর্ব গগনে ওই
কালো মেঘ জমেছে
চড়াক চড়  গুডুম করে
গগন বুঝে ফাটছে।

বায়ু বহে শন শন
ঢেউ খেলে কাশ বন
বৈশাখী ঝড় এলো
ভয় ভীতি নিয়েরে।

দোলে তরী খোলে পাল
জল বহে কল কল
মাঝিরা সব তীরে এসে
আশ্রয় খুজছে।

রাখালেরা গরু নিয়ে
গোয়ালে যে তুলছে
গঞ্জের হাটুরেরা
হাট থেকে ফিরেছে।

বৈশাখে ঝাউশাখে
আকাশের মেঘ যে
গুড় গুড় ডাক দেয়
বিজলীর চমকে।
---------------------------
০৫ বৈশাখ ১৪২৪/২১ রজব ১৪৩৮  ১৮ এপ্রিল ২০১৭, নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-+8801712-413891