শুন্য বুক মোর করছে হা হা কার
অপূর্ণতা থেকে গেল আজও।
আসবে কি ফিরে সাজাতে জীবন
বসবে কি বিয়ের পিরিতে।

সাজানো জীবন তুমি সেই দিন
এলোমেলো করে দিয়ে গেলে,
সেই যে গেলে, অপরের হাত ধরে
ফিরে যে আর নাহি এলে।

শূন্য হৃদয়ে দু'চোখে শুধু দেখি,
তোমারই মুখের ছবি,
বিরহ ব্যাথায় কাতর আমি যে
লোকে বলে আজ তাই কবি।


রচনা -
১০/০৭/১৯৯৯  রাত ১২;৩০

★★★★★★★★★★★★★★★★★

           Imperfection

               S M Altaf Hossain Sumon

  Ha ha car is emptying my chest
  Imperfections remain even today.
  What will come back is life
  Will sit in the wedding ring.

  Arranged life you that day
  If randomly,
  When he goes, he holds the other's hand
  When he came back.

  I just stare with empty eyes,
  Your face picture,
  I am in pain of separation
  People say today is a poet.


  Composition -
  10/06/1999 12:30 pm