ছুটে যেতে চায়
অশান্ত মন
               তোমারই কাছে।
কভু ব্যর্থতায়
মরব না আমি,
               যবে প্রেম মিছে।
চাওনি কখনও?
হে প্রিয়সী মোরে,
                হৃদয়ের কাছে ?
ভুলে যাব প্রিয়া ?
তব তুমি মোরে,
                ডাক মিছে মিছে ?

তোমার আশায় হই গো অধির,
ঝরে যায় মোর নয়নের নীর।
হে কোহিনূর তুমি আছ মনে,
প্রতি নিশ্বাসে প্রতি ক্ষণে ক্ষণে।

======================
রচনাকাল- ১৫ মার্চ ১৯৯৮
             কমার্স কলেজ, পাবনা।