~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হাফ বাঙালি ছেড়ে সবাই ফুল বাঙালি হও
বাংলাটাকে আবার সবে একত্র করাও।
রক্তে কেনা বর্ণমালা করলো চুরি যারা,
বাংলাটাকে কেমন করে রক্ষা করে তারা।

আটই ফাল্গুন ছেড়ে সবাই একুশ ধরে টানো,
হাফ বাংলা ছেড়ে সবাই ফুল বাংলাটা আনো।
আজকে যাদের বাংলা মায়ের যোগ্য বলে জানি,
তাদের কাজে বিশ্ববাসী করছে কানা কানি।

বাংলা মায়ের সোনার মানুষ শোনরে সবে শোন,
ভিনদেশীদের ভাষা ছেড়ে বাংলাকে কর রোপন;
রক্ত দিয়ে কেনা মোদের বাংলা বর্ণ মালা,
সেই বর্ণটা ছেড়ে একুশ (21 February) শুধু বাড়ায় জ্বালা।

একুশ কেন ? আটই ফাল্গুন নয় কি ভাষার মাস,
এ সব নিয়ে ভিনদেশীরা খেলছে রে ভাই তাস;
বাংলার মানুষ, বাংলায় গাই, বাংলায় কথা বলি।
আটই ফাল্গুন ভাষার দিবস সবাই পালন করি।

======================
রচনাকাল-১৫ ফেব্রুয়ারী২০১৮ ইং
              ৩ ফাল্গুন-১৪২৪ বাং