======================
যা কিছু মহান সেতো দারিদ্র্যের কারনে স্রষ্টারই দান,
দানিয়াছো তুমি যে মোরে সমগ্র ধরনীর সর্বউচ্চ সম্মান।
মুকুট শোভা যাত্রা তুমি মোরে দিয়াছো  তাপস,
সদা সত্য বলিবারই দুরন্ত সাহস।
উলঙ্গ দৃষ্টি শক্তি দিয়াছো মোরে,
ক্ষুরধার বাণী দিলে মোরে লিখিবারে-
অজান্তে অবগাহে মোর লিখনি
হয় যেন এ সমাজের ধারালো বাণী।
তরবারি আজ যেন কলমের কালী,
অপতন যাহাই হয় তাহাই অবিনাশী।

*************************
রচনাকাল-২৪/০২/২০১৮ ইং
           ১২ ফাল্গুন ১৪২৪ বাং