আমি গিয়াছিনু তব দ্বারে, অন্ন চাহিবার তরে,
তুমি দাওনি দিয়েছো ধাক্কা, আমারি গিবা খানি ধরে।
আমি গিয়াছিনু তব দ্বারে, বস্ত্র চাহিবার তরে,
তুমি দাওনি, দিয়েছো তাড়িয়ে আমাকে উলুঙ্গ করে।
আমি গিয়াছিনু তব দ্বারে, পর্থ চাহিবার তরে,
তুমি তাও দাওনি, দিয়াছো শুন্য হস্তে আমাকে ফিরিয়ে।
আমি তো গিয়াছিনু তব দ্বারে, আশ্রয় চাহিবার তরে,
তুমি তাও দাওনি দিয়েছো তারিয়ে আমাকে দুর দুর করে।
তার পরেও আমি গিয়াছিনু তব দ্বারে, বাঁচিবার অধিকার চাহিয়া ওরে;
তুমি তো দাওনি তবুও আমার কোন অধিকার ফিরায়ে।
আমি গিয়াছিনু তব দ্বারে, বারবার ঘুরে ফির,
তুমি ফিরিয়ে দিয়েছো প্রতিবারে, দুর দুর করে আমারে।
আমারি দানেতে তুমি চল, আমারি বুলি যে তুমি বল,
দিয়াছি ধন বুঝিতে যে তোমারী মন, তুমি তা বোঝনি;
তুমি সৃষ্টি আমারি করিয়া অবহেলা,
একাকি ভোগিছ সবি,
ফিরিয়া আসিয়া কি করিবে আজি, ফুরায়ে গেছে যে বেলা।