জীবন ও যৌবন সকলি উজারি
বেসে ছিনু ভাল তরে-
তোমারি কারনে সমাজ ও সংসার
ত্যাগী ছিনু আমি ওরে।

তখনতো বুঝিনি ক্ষনিকের মোহ
যবে যাবে তোর কেটে-
ক্ষুধার জ্বালায় যবে কোন দানা
পড়বে না যখন তোর পেটে।

তখনি ভুলিয়া মোর ভাল বাসা
শুন্যে দুলালি বাঁচিবার আশা-
ফেরারী করিয়া মোরে ওরে তুই
কেমনে ভাঙ্গিলি শান্তির বাসা।

১৮/০৯/১৮
মঙ্গলবার