একুশ সেতো বাঙ্গালীদের চেতনা,
একুশ যেন সু-মধুর এক বেদনা;
একুশ সেতো সৃষ্টি সুখের মন্ত্রনা,
একুশ যেন বাংলা মায়ের কান্না।

একুশ আমার বর্ণ মালার,
গল্প লেখার সুচনা;
একুশ আমার অহংকারের'
বুক ভরা এক বেদনা।

একুশ সেতো আন্দোলনের,
করে যে গেছে সুচনা;
একুশ সেতো যুগে যুগে,
সৃষ্টি করে ছাত্র সেনা।

একুশ আমার বৃদ্ধ মায়ের,
অশ্রূ ঝড়া করুন মুখ;
একুশ আমার ভাই হারানো,
আর্তনাদের শক্ত বুক।

একুশ মোদের ভাষার কথা,
স্বরণ করায় বারংবার;
একুশ সেতো দেয় যে বলে,
রক্তে গড়া বাংলা কার।

একুশ আমার বাবার চোখের,
স্বপ্ন মাখা স্বাধীকার;
একুশ আমার মায়ের মুখের,
ভাষা সেখার অধিকার।

একুশ দিল বাংলা শেখার আহবান,
একুশ বলে রুখনা তোরা আগ্রাসন ;
একুশ দিল মায়ের ভাষার,
বিশ্ব জুড়ে উচ্চ আসন।

একুশ মোদের স্বাক্ষী রেখে,
সৃষ্টি করলো যে ইতিহাস;
তাইতো একুশ আজকে ওরে,
বিশ্বে করছে বসবাস।

একুশ মোদের বিশ্বাস
একুশ মোদের চেতনা,
আমরা আজও ভুলি নাই
কোন দিনও ভুলবো না।

*************************
রচনাকাল-২১ ফেব্রুয়ারী ২০১০