শিক্ষা জীবন
এস এম আলতাফ হোসাইন সুমন
দোলনা থেকে কবর অবধি
শিক্ষার নেইতো শেষ,
নগন্য বয়েস শিক্ষা ক্ষেত্রে
মান্য করবে দেশ।
ছাত্র জীবন শিক্ষা লাভের
নয়তো হেলা ফেলার
নিয়ম মাফিক চলতে হবে
ছাত্র ছাত্রী সবার।
সময়ের কাজ সময়ে করলে
ব্যর্থ হবে না কর্ম
যখনকার কাজ তখনই শেষ
ইহায় ছাত্র জীবনের ধর্ম।
মানতে হবে আদেশ করেন
শিক্ষা গুরু যারা,
তাদের মনে আঘাত দিলে
জীবন হবে সারা।
শিক্ষা নিতেই ছাত্র জীবন
করবে যারা শেষ,
জীবন তাদের মধুর হবে
থাকবে নারে ক্লেশ।
************************
১৮ এপ্রিল ২০১৮ ইং
৫ বৈশাখ ১৪২৫ বং