-----------------------------------
নারী আর নরে সুন্দর করে
গড়ায়েছে এ ভুবন,
ধর্ম দিয়ে বিভাজন করে যে
মানবতাকে করছে খুন।
মানুষ হয়ে মানুষকে আজ
মারছে কেমন করে,
যে মায়ের ওরা গর্ভে ছিল
তাকেই ধর্ষন করে।
আজ মরিলে কাল যে দু'দিন
যায় যে সবাই ভুলে,
ধর্মটাকেই করলি বড় সবাই
কর্মকে আজ ভুলে।
বড়াই করে করবি কিরে
কিসের বাহাদুরি,
দু'দিনের এই দুনিয়াতে দেখ
মরছে ভুরি ভুরি।
**********************
২২ মে ২০১৮/ ৮ জ্যৈষ্ঠ ১৪২৫
৫ রমজান ১৪৪০, নিজ বাসভবন